ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিএসইর সিআরও হলেন মাহাদী হাসান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
সিএসইর সিআরও হলেন মাহাদী হাসান

ঢাকা: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নতুন প্রধান রেগুলেটরি কর্মকর্তা (সিআরও) হিসেবে মোহাম্মদ মাহাদী হাসানকে নিয়োগের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাহাদী হাসান ২০০৮ সালে ঢাকা ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল অফিসার ও রিলেশনশিপ ম্যানেজার হিসেবে তার কর্মজীবন শুরু করেন।

তিনি সিএসইতে যোগদানের আগে অ্যাথেনা ভেঞ্চার অ্যান্ড ইক্যুইটিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন। তিনি বিডি ভেঞ্চার লিমিটেডের ম্যানেজার ও ইনভেস্টমেন্ট হিসেবেও কাজ করেছেন।

মোহাম্মদ মাহাদী হাসান একজন সিএফএ চার্টার হোল্ডার। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে স্নাতক ও ঢাকার ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ সম্পন্ন করেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।