ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইএফডি মেশিনের ১৩তম লটারির ড্র অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২২
ইএফডি মেশিনের ১৩তম লটারির ড্র অনুষ্ঠিত চলছে রাজস্ব বোর্ড ভবনের সভা।

ঢাকা: ইলেক্ট্রনিক ফিসকাল ডিভাইস (ইএফডি) ব্যবহার করে দোকান থেকে কেনাকাটায় ক্রেতাদের ভ্যাট প্রদানে উৎসাহিত করতে পুরস্কারের ১৩তম লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সেগুনবাগিচায় রাজস্ব বোর্ড ভবনের সভাকক্ষে এই লটারির ড্র অনুষ্ঠিত হয়।



সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সময়ের ইস্যুকৃত চালানের ওপর এই লটারি অনুষ্ঠিত হয়।  

এই লটারিতে মোট ১০১টি পুরস্কার থাকবে। প্রথম পুরস্কার হবে ১ লাখ টাকা, ২য় পুরস্কার ৫০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা (৫টি)। এভাবে ১০ হাজার টাকা পর্যন্ত মোট ১০১টি পুরস্কার রয়েছে।
 
এই লটারি থেকে প্রাপ্ত পুরস্কারের টাকা সম্পূর্ণ আয়করমুক্ত বলে জানা গেছে।

লটারির ফলাফল এনবিআরের ওয়েবসাইট www.nbr.gov.bd এখানে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।