ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শেষ দিনে বাণিজ্যমেলায় চলছে সর্বোচ্চ ছাড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
শেষ দিনে বাণিজ্যমেলায় চলছে সর্বোচ্চ ছাড়

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষদিনে প্রতিটি স্টলেই চলছে সর্বোচ্চ ছাড়ের অফার।

সোমবার (৩১ জানুয়ারি) সকালে ভিড় কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভিড়।

দুপুরে মেলায় ক্রেতা-দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।

মেলায় ওয়েলকাম গ্রুপের তুরষ্কের টার্কি স্টল অলিভ ওয়েল ও ভিনেগার স্টোরের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ছোটন জানান, আমাদের প্রতিটি পণ্যে ২৫০ টাকা থেকে ১৬৫০ টাকা পর্যন্ত ছাড় চলছে। শেষদিনে বিশেষ ছাড়ের অফার দিচ্ছি আমরা।

মেলার ব্রেজারের দোকানগুলোতে ৭শ’ টাকায় কটি ও ১ হাজার টাকায় ব্রেজার বিক্রি হচ্ছে।

এ ছাড়া সব দোকানেই ক্রেতাদের আকর্ষণ করতে চলছে বিশেষ ছাড়। ক্রেতারাও শেষদিনে ছাড় পেয়ে লুফে নিচ্ছেন বিভিন্ন পণ্য।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
এমআরপি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।