ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবসে আমদানি-রপ্তানি বন্ধ 

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবসে আমদানি-রপ্তানি বন্ধ 

বেনাপোল (যশোর): ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এ পথে স্বাস্থ্যবিধি মেনে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত রয়েছে।

 

বুধবার (২৬ জানুয়ারি) সকাল থেকে এ পথে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।  

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) সঞ্জয় বাড়ৈ জানান, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বুধবার (২৬ জানুয়ারি) দেশটিতে সরকারি ছুটি থাকায় এ পথে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে এ পথে যথারীতি আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, একদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় দুই দেশে প্রবেশের অপেক্ষায় পণ্য বোঝাই সহস্রাধিক ট্রাক আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে পাট, পাটজাত পণ্য, শিল্প কারখানার কাঁচামাল, গার্মেন্টস সামগ্রী, তৈরি পোশাক, বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্য ও কেমিক্যাল সামগ্রী রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।