ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গাইবান্ধায় বসুন্ধরা কিং ব্র্যান্ড সিমেন্টের রাজসভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
গাইবান্ধায় বসুন্ধরা কিং ব্র্যান্ড সিমেন্টের রাজসভা কিং ব্র্যান্ড সিমেন্টের রাজসভা। ছবি: বাংলানিউজ

গাইবান্ধা: ‘স্বপ্ন নির্মাণে সঠিক সিমেন্ট' এই স্লোগানে গাইবান্ধায় কিং ব্র্যান্ড সিমেন্ট রাজসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) রাতে শহরের শনি মন্দিও রোডে আর রহমান কমিউনিটি সেন্টারে এ রাজসভা অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কিং ব্র্যান্ড সিমেন্ট এ রাজসভার আয়োজন করে।

গাইবান্ধার বিশিষ্ট ব্যবসায়ী বিমল কুমার সাহার সভাপতিত্বে রাজসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলি মো. বেলাল আহাম্মদ।

নির্মাণ সামগ্রীর সঠিক ব্যবহার ও গুণগতমান নিয়ে আলোচনা করেন ইঞ্জিনিয়ার শহীদুল্লাহ।

কিং ব্র্যান্ড সিমেন্টের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের নর্থ উইং হেড মো. জিল্লুর রহমান ও ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলাম।

রাজসভায় উপস্থিত রাজমিস্ত্রিরা কিং ব্র্যান্ড সিমেন্টের প্রশংসা করে বলেন এই সিমেন্ট তারা প্রায় ৩০ বছর থেকে ব্যবহার করে আসছেন। সব সময় এ সিমেন্ট তার গুণগত মান ধরে রেখে রাজমিস্ত্রিদের আস্থার প্রতীক হয়ে আছে।

রাজমিস্ত্রি বাবলু মিয়া বলেন, এই সিমেন্ট নিয়ে কোন গ্রাহকের কাছ থেকেই কোনো দিন অভিযোগ পাওয়া যায়নি।  

অনুষ্ঠান শেষে উপস্থিত রাজমিস্ত্রিদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।