ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামি বিশ্ববিদ্যালয়কে বাস উপহার দিল অগ্রণী ব্যাংক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
ইসলামি বিশ্ববিদ্যালয়কে বাস উপহার দিল অগ্রণী ব্যাংক

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়কে বাস উপহার দিয়েছে অগ্রণী বাংক লিমিটেড।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে ভিসি প্রফেসর ড. শেখ আব্দুস সালামের হাতে বাসের চাবি তুলে দেন অগ্রণী ব্যাংকের এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভিসি ড. মাহবুবুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. হাবিবুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি ড. মিজানুর রহমান, অগ্রণী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, মহাব্যবস্থাপক ও সিএফও মনোয়ার হোসেন এফসিএ, এফসিএমএ, মহাব্যবস্থাপক (ক্রেডিট) ড. মো. আব্দুল্লাহ আল মামুন, মহাব্যবস্থাপক (পিসিএমডি) আশেক এলাহী, কুষ্টিয়া অঞ্চলের উপ মহাব্যবস্থাপক, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার শাখা প্রধান প্রমুখ।  

প্রধান অতিথি ভিসি ড. শেখ আব্দুস সালাম অগ্রণী ব্যাংকের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

অগ্রণী ব্যাংক লিমিটেডের এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম বলেন, অবিরত অগ্রযাত্রায় অগ্রণী ব্যাংক মানুষের আস্থা অর্জন করে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ ব্যাংকটির নামকরণ করেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ উপহার প্রদান করতে পেরে আমরা ধন্য।

তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র এবং কর্মকর্তাসহ সবাইকে অগ্রণী ব্যাংকের সেবা গ্রহণের আহবান জানান।  

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।