ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বকেয়া ঋণের তথ্য সফটওয়্যারে আপলোডের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
বকেয়া ঋণের তথ্য সফটওয়্যারে আপলোডের নির্দেশ

ঢাকা: দেশে কার্যরত ব্যাংকগুলোর খাতভিত্তিক বকেয়া ঋণের তথ্য বাংলাদেশ ব্যাংকে ই-মেইলের মাধ্যমে পাঠানোর পরিবর্তে সফটওয়্যারে আপলোড করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সার্কুলারে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, চলতি বছরের ডিসেম্বর থেকে সংশোধিত ফর্মুলা অনুযায়ী ব্যাংকগুলোর খাতভিত্তিক ঋণ ও অগ্রিম সংক্রান্ত ত্রৈমাসিক বিবরণী (ডিবি-৮) ই-মেইলে পাঠানোর বদলে র‌্যাশনালাইজড ইনপুট টেমপ্লেটের (আরইটি) মাধ্যমে সেক্টর কনসেনট্রেশন সিস্টেম সফটওয়্যারে আপলোড করতে হবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, খাতভিত্তিক বকেয়া ঋণ সংক্রান্ত ত্রৈমাসিক বিবরণীতে বকেয়া ঋণের স্থিতি, ঋণ আদায় ও বিতরণের পরিমাণ নিরূপণের ফর্মুলা সংশোধনের পাশাপাশি নতুন দুটি খাত (ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি, লেদার অ্যান্ড লেদার বেইজড ইন্ডাস্ট্রি) অন্তর্ভুক্ত করা হলো।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এসই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অর্থনীতি-ব্যবসা এর সর্বশেষ