ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকের মতিঝিল শাখা স্থানান্তর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
ইসলামী ব্যাংকের মতিঝিল শাখা স্থানান্তর ...

ঢাকা: ইসলামী ব্যাংকের মতিঝিল শাখা ঢাকার আর.কে. মিশন রোডে অবস্থিত লিলি পন্ড সেন্টারে স্থানান্তর করা হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে নতুন স্থানে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

রিহ্যাবের সাবেক সভাপতি মো. তানভীরুল হক প্রবাল, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী, সফটেক্স লিমিটেডের চেয়ারম্যান শরফুজ্জামান টপি এবং ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এএম শহীদুল এমরান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মতিঝিল শাখাপ্রধান হাবিবুল্লাহ আল আমিন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।