ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজশাহীতে ভ্যাট দিবসে ১৪ প্রতিষ্ঠানকে সম্মাননা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
রাজশাহীতে ভ্যাট দিবসে ১৪ প্রতিষ্ঠানকে সম্মাননা

রাজশাহী: রাজশাহীতে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে শুক্রবার (১০ ডিসেম্বর) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আগে দিবসটি উপলক্ষে সর্বোচ্চ মূল্য সংযোজন করদাতাদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেওয়া হয়।

উৎপাদন, সেবা ও ব্যবসায়ীসহ তিনটি খাতে ২০১৯-২০২০ অর্থবছরের সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী ১৪টি প্রতিষ্ঠানকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে দুপুরে এ অনুষ্ঠনের আয়োজন করা হয়। ‘অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালন হচ্ছে।  

আলোচনা সভায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর কমিশনার মোহাম্মদ লুৎফর রহমান সভাপতিত্ব করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহীর অতিরিক্ত কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার এস এম সোহেল রহমান।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।