ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লিভহেলদিবিডি ডটকমে ১০ শতাংশ ছাড়ে কেরিচো গোল্ড টি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
লিভহেলদিবিডি ডটকমে ১০ শতাংশ ছাড়ে কেরিচো গোল্ড টি

ঢাকা: ই-কর্মাস প্ল্যাটফর্ম ‘লিভহেলদিবিডি ডটকম’ (www.livehealthybd.com) থেকে কেনিয়ার বিখ্যাত ও জনপ্রিয় কেরিচো গোল্ড টি কেনা যাবে ১০ শতাংশ ছাড়ে। অফারটি চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

প্রায় ৪৫ ধরনের কেরিচো গোল্ড প্রিমিয়াম টি (চা) রয়েছে ই-কর্মাস প্ল্যাটফর্ম লিভহেলদিবিডি ডটকমে।  

চা ছাড়াও লিভহেলদিবিডি ডটকমে পাওয়া যাচ্ছে ক্লিন ইটিং হিমালয়ান পিংক ফাইন সল্ট, ইতালিয়ান নাম্বার ওয়ান ব্র্যান্ড ‘বাসো’ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, ব্র্যাগ অ্যাপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার, ডা. ব্রাউনারস কোকোনাট ভেনিগার উইথ দ্য মাদার ও ডা. ব্রাউনারস এমসিটি ভেজিটেবিল কোকোনাট ওয়েল। দেশের বাজারে পণ্যগুলো নিয়ে এসেছে আমদারিকারক প্রতিষ্ঠান টি আর ট্রেড।  

টি আর ট্রেড ও লিভহেলদিবিডি ডটকমের সিইও মো. ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, ই-কর্মাস প্ল্যাটফর্ম লিভহেলদিবিডি ডটকমে কেরিচো গোল্ড টি কেনাকাটায় রয়েছে ১০ শতাংশ ছাড়। অফারটি শেষ হবে আগামী ৩১ জানুয়ারি। তাই যারা কেরিচো গোল্ড প্রিমিয়াম টি কিনতে চান তারা আজই অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা লিভহেলদিবিডি ডটকমে। সরাসরিও কেনা যাবে বাড়ি নম্বর-৬২, রোড নম্বর-২০, উত্তরা-১১, ঢাকা এ ঠিকানায়। ফোন: ০১৮১০০৬৩৫০১ ও ০১৮১০০৬৩৫০২।  

তিনি বলেন, চা প্রেমীদের চা পানে নতুনত্ব আনতেই কেনিয়ার বিখ্যাত কেরিচো গোল্ডের চা আমদানি করছি আমরা। লিভহেলদিবিডি ডটকম ছাড়াও গুলশান-২, ধানমন্ডি ইউনিমার্টের দুই শাখাতে এবং ঢালী, ডিসিসি মার্কেট গুলশান-২ এ পাওয়া যাচ্ছে কেরিচো গোল্ডের সব ধরনের প্রিমিয়াম টি। সেখান থেকেও কেনা যাবে। তবে ছাড় চলছে শুধুমাত্র লিভ হেলদিতে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।