ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল স্থাপন করেছে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল স্থাপন করেছে বাংলাদেশ

ফেনী: বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেছেন, বেজার হাত ধরে বাংলাদেশ বিনিয়োগ বান্ধব সুস্থ পরিবেশ গড়ে তুলতে সমর্থ্য হয়েছে। বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল স্থাপন করেছে।

মিরসরাইয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনৈতিক অঞ্চল ও শিল্পনগর নির্মিত হচ্ছে। এর ফলে দেশে অভূতপূর্ব বিপ্লব সাধিত হবে। বিরানভূমি আজ শিল্পের পদচারনায় সমৃদ্ধ হয়ে উঠেছে। সেই সঙ্গে দ্রুত শিল্প স্থাপনের জন্য গ্যাস, বিদ্যুৎসহ সব সেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় কার্যক্রম বেজা সম্পন্ন করছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বাংলাদেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলা উদ্দিন আহম্মদ, ব্যবস্থাপনা পরিচালক হালিমুজ্জামান প্রমুখ।  

অনুষ্ঠানে মিরসরাই উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমাসহ হেলথকেয়ার ও বেজার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

পবন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শিল্পনগরে পরিকল্পিত পরিবেশ বান্ধব শিল্পাঞ্চল গড়ে তোলার কারণে বিশ্বের বিভিন্ন দেশ এখানে বিনিয়োগ করছে। আগামী কয়েক মাসের মধ্যে কয়েকটি ফ্যাক্টরি উৎপাদনে যাবে। আরও নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান তাদের কাজ শুরু করবে। এখানে ৪০টি মসজিদ নির্মাণ করা হবে। এজন্য আমরা জায়গা নির্ধারণ করেছি। ২০ কোটি টাকা ব্যয়ে সব চেয়ে বড় কেন্দ্রীয় মসজিদ নির্মাণ করা হবে। এছাড়া একটি মন্দির ও গির্জাও নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। অর্থনৈতিক অঞ্চলের চিত্র প্রতিদিন পাল্টে যাচ্ছে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে এমনটা সম্ভব হয়েছে।

হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলা উদ্দিন আহম্মদ বলেন, একটি শিল্পকারখানা গড়তে সেসব সুযোগ সুবিধা দরকার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে তার সবগুলো রয়েছে।  

বেজার কথার সঙ্গে কাজের মিল থাকায় এখানে নতুন কারখানা করতে আমরা আগ্রহী হয়েছি। আমরা প্রাথমিকভাবে ৩০ একর জমিতে কারখানা স্থাপনের চিন্তা-ভাবনা থাকলেও এখানকার পরিবেশ দেখে আরও ১০ একর বেশি জায়গা নিয়েছি। আমরা ৪০ একর জমির ওপর ৪২৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আশা রাখছি। এতে প্রায় সাত হাজার ২০০ জন মানুষের কর্মসংস্থান হবে।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।