ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজারে এলো অ্যান্টি-ভাইরাল পেইন্ট এক্সেল ভাইরাস গার্ড

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
বাজারে এলো অ্যান্টি-ভাইরাল পেইন্ট এক্সেল ভাইরাস গার্ড

ঢাকা: কানসাই নেরোল্যাক নিয়ে এলো জাপানিজ শিকউই টেকনোলোজির অ্যান্টি-ভাইরাল পেইন্ট এক্সেল ভাইরাস গার্ড। যা দেয়ালের জীবাণু প্রতিরোধ করে এবং পরিবারের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে।

জাপান ইন্ডাস্ট্রিয়াল স্টার্ন্ডাড (জেআইএস) জেড ২৮০১: ২০১০ পরীক্ষা অনুযায়ী এটি ১০ ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর। এটি বায়ু বিশুদ্ধকরণ ক্ষমতাসম্পন্ন যা কার্বন-ডাই-অক্সাইড শোষণের মাধ্যমে বিষাক্ত পদার্থ অপসারণ করে অভ্যন্তরীণ বায়ুর মানের উন্নতি করে। এটি দেয়ালে মসৃণ ফিনিশ দেয়।

অ্যান্টি-ভাইরাল পেইন্ট এক্সেল ভাইরাস গার্ড এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানসাই নেরোল্যাক পেইন্টস (বাংলাদেশ) লিমিটেড এর জেনারেল ম্যানেজার (ট্রেড সেলস) শামীম আহমদ চৌধুরী এবং আলফ্ আসরার মুহাম্মদ আরসালান।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।