ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আবাসন খাতে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
আবাসন খাতে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ অনুষ্ঠানের বিশেষ অতিথি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে (বাম থেকে চতুর্থ) ক্রেস্ট তুলে দিচ্ছেন আইআইসিসিআই রিয়েল স্টেট বাংলাদেশ-এর সভাপতি মাহির আলী খান রাতুল।

আবাসন খাতে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। গত ৩০ বছর ধরে বাংলাদেশে আসাবন খাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কর্মসংস্থানসহ দেশের অন্যান্য শিল্প খাতের বিকাশেও ভূমিকা রয়েছে আবাসন খাতের। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আবাসন খাতে আরও জোর দেওয়া উচিত।  

রোববার (১০ জানুয়ারি) রাজধানীর গুলশানে একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত বাংলাদেশ ও ভারতের শীর্ষ ব্যবসায়ীরা এই অভিমত প্রকাশ করেন। ইন্ডিয়ান ইম্পোর্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইআইসিসিআই) বাংলাদেশ চ্যাপ্টার এ অনুষ্ঠানের আয়োজন করে।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইসিসিআই সভাপতি অতুল কুমার সাক্সেনা। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইআইসিসিআই রিয়েল স্টেট বাংলাদেশ-এর সভাপতি মাহির আলী খান রাতুল, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি সবুর খান, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, উপদেষ্টা সাদাত সেলিম, বিকেএমইএ প্রথম সহ-সভাপতি মো. হাতেম, রিহ্যাবের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. সোহেল, আইআইসিসিআই সহ-সভাপতি সৈয়দ শামিম রেজা ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান হারুনুর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে ক্রেস্ট তুলে দেন আইআইসিসিআই রিয়েল স্টেট বাংলাদেশ-এর সভাপতি মাহির আলী খান রাতুল।

বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।