আইসিসিবির ওয়াটার এক্সপোতে দর্শনার্থীদের ভিড়। ছবি: বাংলানিউজ
ঢাকা: রাজধানীর ইন্টারন্যশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) চলছে বাংলাদেশ ওয়াটার এক্সপো। সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার (৪ অক্টোবর) মেলায় ভিড় করেন দর্শনার্থীরা।
মেলায় পানি ব্যবস্থাপনার নানা আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি নিয়ে হাজির হয়েছে ভারত ও বাংলাদেশের এ খাতের প্রতিষ্ঠানগুলো।
মূলত আবাসন, গার্মেন্টসসহ নানা শিল্প প্রতিষ্ঠানের পানি ব্যবস্থাপনা ও বিশুদ্ধকরণের জন্য মেলার আয়োজন করা হয়েছে।
এ খাতের ব্যবসায়ীরা কোয়ালিটি পণ্য বা এ খাতের কোম্পানির সঙ্গে চুক্তি কিংবা ব্যবসা করতে চাইলে চলে যেতে পারেন আইসিসিবির পুষ্পগুচ্ছ হলে।
মেলায় বিশুদ্ধ পানি ও নবায়নযোগ্য শক্তির যন্ত্রপাতি পাওয়া যাচ্ছে। মেলায় বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের কয়েকটি দেশের প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
মেলা চলবে শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
টিএম/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।