ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সম্পন্ন হলো ‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক’

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
সম্পন্ন হলো ‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক’ ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইকে র‌্যাম্পে হেঁটেছেন একজন তরুণী।

ঢাকা: বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে আরও এক ধাপ এগিয়ে নিতে আন্তর্জাতিক স্বনামধন্য হেয়ার কেয়ার ব্র্যান্ড ট্রেসমে আয়োজন করেছে দেশের সবচেয়ে বড় ফ্যাশন ইভেন্ট, ‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক’।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া ‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক’ চলে সোমবার (২৫ ফেব্রুয়ারি) পর্যন্ত।

এ ইভেন্টটি বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আলোড়ন সৃষ্টি করেছে।

ট্রেসেমের সঙ্গে এ ইভেন্ট পার্টনার ছিলো ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি)। ইভেন্টের হস্পিটালিটি পার্টনার হিসেবে ছিলো লে মেরিডিয়ান।

ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইকে ১৯ জন স্থানীয় ও ১১ জন বিদেশি ডিজাইনার তাদের কাজ প্রদর্শন করেন। এছাড়াও এবার নতুন হেয়ার স্টাইল ট্রেন্ড উপস্থাপনের লক্ষ্যে বাংলাদেশের টপ হেয়ার স্টাইলিস্টদেরকে সঙ্গে নিয়ে কাজ করবে ‘ট্রেসেমে’।

ইভেন্টের দ্বিতীয় দিনে হেয়ার স্টাইলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন কানিজ আলমাস ও ডিজাইনার হিসেবে ছিলেন ফারাহ আঞ্জুম বারি, শাহরুখ আমিন, আফসানা ফেরদৌসী, সুকাজিত দ্যাংচাই (থাইল্যান্ড), ফাইজা আহমেদ, রুপো শামস্, তাসফিয়া আহমেদ, কেনচো ওয়াংমো (ভূটান), শৈবাল শাহা ও স্বতি কালসি (ভারত)।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সাংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।