ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফুটপাতে জমে উঠেছে শীতের পোশাকের বেচাকেনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
ফুটপাতে জমে উঠেছে শীতের পোশাকের বেচাকেনা ফুটপাতের গরম কাপড়ের দোকান, ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: দু’দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ঠান্ডা বেড়ে যাওয়ায় গরম কাপড়ের চাহিদা বেড়েছে। বেচাকেনা জমে উঠেছে নারায়ণগঞ্জের ফুটপাতের দোকানগুলোতে। নতুন কাপড়ের দাম বেশি হওয়ায় পুরনো কাপড়ের দোকানের দিকে বেশি ঝুঁকছেন ক্রেতারা। সকাল থেকে রাত পর্যন্ত চলছে বেচাকেনা।

বুধবার (১৯ ডিসেম্বর) সকাল শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়ক, ডিআইটি ও ২নম্বর রেলগেট এলাকায় গিয়ে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, ফুটপাত বা উন্মুক্ত ভ্যানে রাখা শীত পোশাকের দোকানগুলোতে নিম্নবিত্ত থেকে শুরু করে প্রায় মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা ভিড় করছেন।

তাদের মনোযোগ আকর্ষণে হরেক রকম বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ফুটপাতের দোকানিরা। এখানের দোকানগুলোতে পুরনো সব রকমের পোশাকের কদর বেশি।

ফুটপাতের দোকানিরা বলেন, দু’দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ঠান্ডা বেড়ে যাওয়ায় গরম কাপড়ের চাহিদা বেড়েছে। কম দামে ভালো পণ্য কেনার আশায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির লোকজন এসব দোকানে ভির করছেন।

শহরের লুৎফা টাওয়ারের গলির ফুটপাতের দোকানি ওয়ালিউল্ল্যাহ বাংলানিউজকে জানান, মঙ্গলবার (১৮ ডিসেম্বর) ভালো বেচাকেনা করেছি। বুধবার সকালেও ক্রেতাদের ভিড় রয়েছে। আর কয়েকদিন শীত থাকলে আমাদের ব্যবসা-বাণিজ্য ভালো হবে।

গরম কাপড় কিনতে আসা চাকরিজীবী রহমত জানান, হটাৎ শীত বেড়েছে। বাড়িতে বাচ্চাদের জন্য নতুন কিছু শীতের কাপড় কিনে পাঠাতে হবে। তাই এখানে আসা।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।