ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তথ্য চাওয়া যাবে ব্যাংকের কাছেও

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
তথ্য চাওয়া যাবে ব্যাংকের কাছেও বাংলাদেশ ব্যাংকের লোগো

ঢাকা: এখন থেকে দেশের ব্যাংকগুলোকেও জনগণের চাহিদামতো তথ্য দিতে হবে। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের ২০১৮ সালের ১৯ অক্টোবর প্রকাশিত গেজেট সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, তথ্য অধিকার আইন অনুযায়ী দেশে কার্যরত সব বেসরকারি ব্যাংককে ‘কর্তৃপক্ষ’ হিসেবে নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
 
ব্যাংক কোম্পানি আইন ১৯৯১, আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩ ও কোম্পানি আইন ১৯৯৪ এর আলোকে বেসরকারি ব্যাংকগুলো তথ্য অধিকার আইন, ২০০৯ এর ২ (খ) (ই) দফা মোতাবেক কর্তৃপক্ষ হিসেবে বিবেচিত; সেহেতু তথ্য অধিকার আইন ২০০৯ এর ২ (খ) (ঞ) দফায় দেওয়া ক্ষমতা বলে সরকারি বেসরকারি ব্যাংকগুলোকে কর্তৃপক্ষ হিসেবে নির্ধারণ করা হলো।


 
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।