ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সর্বোচ্চ করদাতার পুরস্কার পাচ্ছেন ১৪১ ব্যবসায়ী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
সর্বোচ্চ করদাতার পুরস্কার পাচ্ছেন ১৪১ ব্যবসায়ী

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি বছর দীর্ঘমেয়াদী ও সর্বোচ্চ করদাতাদের মধ্য থেকে ১৪১ জন ব্যবসায়ীকে এ পুরস্কার দেওয়া হবে।

সোমবার (১২ নভেম্বর) বিকেলে সাড়ে ৫টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে।

রোববার (১১ নভেম্বর) এনবিআরের সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মু’মেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ব্যবসায়ীদের পুরস্কার তুলে দিবেন।  

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

বাংলাদেশ সময়: ০২০২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
এমএফআই/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।