ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এফএসসি-সিওসি সনদ পেলো বসুন্ধরা পেপার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
এফএসসি-সিওসি সনদ পেলো বসুন্ধরা পেপার কন্ট্রোল ইউনিয়নের কাছ থেকে এফএসসি সনদ গ্রহণ করছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। ছবি: বাংলানিউজ

ঢাকা: নিয়ন্ত্রক প্রতিষ্ঠান কন্ট্রোল ইউনিয়নের কাছ থেকে ফরেস্ট স্টেওয়ার্ডশিপ কাউন্সিল-সিওসি (FSC-CoC) সনদ পেয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

মঙ্গলবার (০৬ নভেম্বর) বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান এ সনদ গ্রহণ করেন।  

এ সময় বসুন্ধরা গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর (এইচআর অ্যান্ড অ্যাডমিন) দেলোয়ার হোসেন, হেড অব মার্কেটিং তৌফিক হাসানসহ কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এফএসসি-সিওসি সার্টিফিকেট পাওয়ার অর্থই হলো পণ্যটিই একটি পরিবেশবান্ধব ও পরিবেশ সাশ্রয়ী এবং সামাজিকভাবে দায়বদ্ধ প্রতিষ্ঠানের তৈরি।  

কন্ট্রোল ইউনিয়ন বিশ্বের অন্যতম সার্টিফিকেট প্রদানকারী প্রতিষ্ঠান, যারা দীর্ঘদিন ধরে বিশ্বে গ্লোবাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তিনশটিও বেশি স্ট্যান্ডার্ডের উপর বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি সনদ দিয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
এমএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।