ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অক্টোবরে রেমিট্যান্স ১২৪ কোটি ডলার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
অক্টোবরে রেমিট্যান্স ১২৪ কোটি ডলার

ঢাকা: চলতি অর্থবছরের অক্টোবর মাসে প্রবাসীরা দেশে ১২৩ কোটি ৯১ লাখ ডলার পাঠিয়েছেন। অর্থবছরের প্রথম চারমাসে (জুলাই-অক্টোবর) মোট রেমিট্যান্স এসেছে ৫০৯ কোটি ৫৭ লাখ ডলার।

আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৪৫৫ কোটি ৩৮ লাখ ডলার। ফলে একছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৫৪ কোটি ১৯ লাখ।

রোববার (০৪ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, জুলাই মাসে এসেছে ১৩১ কোটি ৮২ লাখ ডলার, আগস্ট মাসে ১৪১ কোটি ১০ লাখ ডলার ও সেপ্টেম্বর মাসে এসেছে ১১২ কোটি ৭৩ লাখ ডলার।

প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর শেষে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ কোটি মার্কিন ডলার, বিশেষায়িত দু’টি ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৫০ লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯৩ কোটি ডলার।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।