ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় স্বর্ণালঙ্কারের দোকানে চুরি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
খুলনায় স্বর্ণালঙ্কারের দোকানে চুরি খুলনা মহানগরের খালিশপুর বিআইডিসি রোডের মুসলিম জুয়েলার্স। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনায় স্বর্ণালঙ্কারের দোকানে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (০৩ নভেম্বর) ভোরে মহানগরের খালিশপুর বিআইডিসি রোডের মুসলিম জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দোকানের তালা ভেঙে কপসেবল গ্রিল ও শার্টার খুলে চোর দোকানে প্রবেশ করে। পরে দোকানের স্বর্ণ ও নগদ টাকার লকার বের করে  ট্রাকে করে নিয়ে গেছে।

পুলিশ জানায়, দোকানের বিপরীতে বসবাস কারী এক প্রতিবেশী ভোরে নামাজ পড়তে উঠলে দোকানের সামনে থেকে একটি ট্রাক ইউটার্ন দিয়ে তার সামনে দিয়ে চলে যেতে দেখে বলে জানিয়েছে।

লকারে ১৫ ভরি স্বর্ণ ও নগদ ১০ লাখের বেশি টাকা  ছিল বলে দাবি জুয়েলার্সের মালিক নজরুল ইসলাম বাচ্চুর।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ০৩ , ২০১৮
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।