ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রানার অটোমোবাইলস-পাঠাও চুক্তি সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
রানার অটোমোবাইলস-পাঠাও চুক্তি সই রানার অটোমোবাইলস-পাঠাও চুক্তি সই অনুষ্ঠান

ঢাকা: এখন থেকে রানার অটোমোবাইলস ও রাইড শেয়ারিং কোম্পানি পাঠাও যৌথভাবে মানুষকে সাশ্রয়ী যানবাহন সেবা দেবে। এ লক্ষ্যে উভয় প্রতিষ্ঠান একটি চুক্তি সই করেছে। চুক্তির আওতায় খুব কম ডাউন পেমেন্ট দিয়ে ইএমআই (১২/১৮ মাসের কিস্তি) সুবিধায় রানার মোটরসাইকেল কেনা যাবে।

রাজধানীর তেজগাঁওতে রানার গ্রুপের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার (২৫ অক্টোবর) এ সংক্রান্ত চুক্তি সই  হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, পরিচালক আমিদ সাকিফ খান, রানার অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুকেশ শর্মা, হেড অব করপোরেট সেলস আশিক আহমেদ এবং পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হুসেইন এম ইলিয়াস ও হেড অব করপোরেট অ্যাফেয়ার্স রুজান সারওয়ারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।