ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ-ভারত বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
বাংলাদেশ-ভারত বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক

ঢাকা: বাংলাদেশ-ভারত বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বকসী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে ভারতের বাণিজ্য সচিব মিজ রীতা তিওতিয়া দশ সদস্য বিশিষ্ট ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ও বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত ১৬ (ষোল) সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু।

বৈঠক দুদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। দু’দিনের সভা শেষে ভারতের প্রতিনিধিদল শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) ঢাকা ত্যাগ করবেন।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
পিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।