ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ 

সাতক্ষীরা: ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের কাস্টমস ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দ্বন্দ্বে সাতক্ষীরার ভোমরা বন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ হয়ে গেছে। 

সে দেশের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সোমবার (৫ ফেব্রুয়ারি) থেকে ঘোজাডাঙ্গা ল্যান্ড কাস্টমস স্টেশনের আধিকারীদের অশোভনীয় ও অন্যায় দাবির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেওয়ায় এ অচলাবস্থা সৃষ্টি হয়েছে।  

ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিহির কান্তি ঘোষ স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

এ ব্যাপারে সাতক্ষীরার ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু বাংলানিউজকে জানান, ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফের সঙ্গে সে দেশের কাস্টমসের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে দুই দেশের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এতে ঘোজাডাঙ্গায় এক থেকে দেড় হাজার পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।