ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চোরাচালান রোধে কাজ করছে কাস্টমস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
চোরাচালান রোধে কাজ করছে কাস্টমস আন্তর্জাতিক কাস্টমস দিবসের র‌্যালী উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: দেশে চোরাচালান রোধ করতে কাস্টমস সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে জাতীয় রাজস্ব ভবনের সামনে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে র‌্যালী উদ্বোধনকালে তিনি একথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ১৮২টি দেশে কাস্টমস দিবস পালন করা হচ্ছে।

বাংলাদেশ ২০১০ সাল থেকে কাস্টমস দিবস পালন করছে। এরমধ্যে বাংলাদেশ অন্যতম। আমরা আন্তর্জাতিক রীতিনীতি মেনে কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে কাস্টমসের দায়িত্ব বরাবরই বাড়ছে। পাশাপাশি কাস্টমস চোরাচালান ও জঙ্গিবাদ রোধেও কাজ করে যাচ্ছে।
আন্তর্জাতিক কাস্টমস দিবসের র‌্যালী উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।  ছবি: শাকিল আহমেদ
তিনি বলেন, অভ্যন্তরীণ সম্পদ সংরক্ষণে কাস্টমসের ভূমিকা ব্যাপক। কাস্টমস সব সময় দেশের সম্পদ রক্ষায় ও দেশের উন্নয়ন কাজে নিয়োজিত রয়েছে। দেশ উন্নত হচ্ছে পাশাপাশি রাজস্ব আহরণও বাড়ছে। আমরা চেষ্টা করছি মানুষকে সেবা দিতে। শুধু তাই নয়, এক সময় মানুষ এনবিআরকে ভয় পেতো সেই ধারণা এখন পরিবর্তন হয়েছে।
 
র‌্যালী উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান, ফজলুর রহমান বাবু, আফজাল হোসেন, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, কণ্ঠশিল্পী ফেরদৌস আরাসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এসজে/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।