ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দেশের চাহিদা মিটিয়ে বহির্বিশ্বের দিকে প্রাণিসম্পদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
দেশের চাহিদা মিটিয়ে বহির্বিশ্বের দিকে প্রাণিসম্পদ বর্ণাঢ্য র‌্যালির অগ্রভাগে হাতি, আকৃষ্ট করেছে পথচারীদের-ছবি- কাশেম হারুন

ঢাকা: ‘বাড়াবো আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ’- এমন ব্রত নিয়েই এগিয়ে যাচ্ছে দেশের প্রাণিসম্পদ অধিদফতর। প্রাণীজ খাবারের চাহিদা মিটিয়ে লক্ষ্য নির্ধারণ করেছে বিদেশেও রপ্তানির। আর এজন্য হাতে নিয়েছে নানামুখী উদ্যোগ।

মানুষের মধ্যে প্রাণিসম্পদ নিয়ে সচেতনতা সৃষ্টিতে অধিদফতর দেশে দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে ‘প্রাণী সেবা সপ্তাহ’।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে আয়োজন।

শনিবার (২০ জানুয়ারি) সকাল নয়টায় এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে সূচনা হয় সেবা সপ্তাহের।

প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আয়নুল হকের নেতৃত্বে র‌্যালিতে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। র‌্যালিটি খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ প্রদক্ষিণ করে ফের খামার বাড়িতে এসে শেষ হয়।

ঢাকের তালে তালে উপস্থিত অতিথিরা ব্যাপক আনন্দে মেতে ওঠেন। হাতি শোভিত র‌্যালি দেখে পথচারীদেরও উৎসুক হয়ে ওঠতে দেখা যায়।

ড. আয়নুল হক সাংবাদিকদের বলেন, এবার দ্বিতীয়বারের মতো দেশে এ আয়োজন চলছে। মূলত মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আমরা প্রাণীজ খাবার উৎপাদনে অনেক এগিয়ে গেছি। প্রযুক্তির সন্নিবেশ ঘটিয়ে দেশের চাহিদা মিটিয়ে এখন দেশের বাইরেও রপ্তানির দিকে দৃষ্টি দেওয়া হচ্ছে। এছাড়া প্রাণিসম্পদ রক্ষাও আমাদের বড় লক্ষ্য।

প্রথমবারের আয়োজনে মানুষের ব্যাপক সাড়া মিলেছে। আশা করি এবার আরো বেশি সাড়া পাবো।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।