ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোনার দাম বাড়লো ভরিতে ১৪০০ টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
সোনার দাম বাড়লো ভরিতে ১৪০০ টাকা

ঢাকা: ১৫ দিন কম থাকার পর ফের বাড়ানো হলো সোনার দাম। প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ১৪০০ টাকা পর্যন্ত বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। 

রোববার (২৪ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বাজুস বলেছে, সোমবার (২৫ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

এর আগে গত ২৫ নভেম্বর ভরিপ্রতি ৫৮৩ টাকা থেকে এক হাজার ৪শ’ টাকা পর্যন্ত বাড়ানো হয় অলংকার তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত এ ধাতুর দাম।

এরপর কমানো হয়েছিলো চলতি মাসের ১২ ডিসেম্বর।

নতুন দাম অনুযায়ী, ভরি প্রতি সোনার সর্বনিম্ন ৮৭৫ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার ৪শ’ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাজুস জানায়, বর্ধিত দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালোমানের (২২ ক্যারেট) সোনার দাম পড়বে ৪৯ হাজার ৩৩৮ টাকা।  রোববার পর্যন্ত এ মানের সোনার দাম রয়েছে ৪৭ হাজার ৯৩৯ টাকা।

২১ ক্যারেট ৪৭ হাজার ১২২ টাকা, বর্তমান দাম রয়েছে ৪৫ হাজার ৭২৩ টাকা।  আর ১৮ ক্যারেট বিক্রি হবে ৪১ হাজার ৮৭২ টাকায়, বাজারে এ মানের সোনার বর্তমান দাম রয়েছে ৪০ হাজার ৪৭৪ টাকা।  

সনাতন পদ্ধতির সোনার ভরি বেড়ে দাঁড়াবে ২৫ হাজার ৬৬০ টাকা। তবে প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) আগের দাম এক হাজার ৫০ টাকাই রয়েছে।

স্বর্ণের দাম বাড়লো ভরিতে ১৪০০ টাকা

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭/আপডেট: ১৭৪৫ ঘণ্টা
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।