ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএমবিএ’র ১১ সদস্য নির্বাচিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএমবিএ’র ১১ সদস্য নির্বাচিত

ঢাকা: ২০১৮-১৯ মেয়াদে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) কার্যনির্বাহী কমিটির ১১ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি শুধু সভাপতি, দু’জন সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ মনোনীত করা।

কোম্পনি স‍ূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্যদের জন্য গত ১৫ নভেম্বর মনোনয়পত্র বিতরণ শুরু হয়।

মনোনয়নপত্র দাখিলের জন্য ২২ নভেম্বর সবশেষ সময় ছিল। ওই সময়ে মোট ১২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিতে আবেদন করেন। তবে পরবর্তীতে জিএসপি ইনভেস্টমেন্টের ভারপ্রাপ্ত সিইও মোহাম্মদ কামরুজ্জামান তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে বিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১ জন নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।  

এই সদস্যদের মধ্যে থেকেই সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত করা হবে।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- গ্রিনডেল্টা ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রফিকুল ইসলাম, এমটিবি ক্যাপিটালের সিইও খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, এএফসি ক্যাপিটালের সিইও মাহবুব হোসেন মজুমদার, বিএমএসএল ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মতিন, সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্টের সিইও তাহিদ আহমেদ চৌধুরী, লংকাবাংলা ইনভেস্টেমেন্টের পরিচালক মুহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী, মাইডাস ইনভেস্টমেন্টের সিইও মুহাম্মদ হাফিজ উদ্দিন, আইআইডিএফসির সিইও মুহাম্মদ ছালেহ আহমেদ, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও মো. সোহেল রহমান, সাউথ-ইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেসের সিইও মো. আবু বকর এবং গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও মুহাম্মদ আহসান উল্লাহ।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এমএফআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।