ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আয়কর দিবসে ময়মনসিংহে বর্ণাঢ্য শোভাযাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
আয়কর দিবসে ময়মনসিংহে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়কর দিবসে ময়মনসিংহে বর্ণাঢ্য শোভযাত্রা

ময়মনসিংহ: আয়কর দিবস উপলক্ষে কর অঞ্চল ময়মনসিংহের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভযাত্রার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে ব্রহ্মপুত্র নদের পাড় থেকে শোভাযাত্রা শুরু হয়ে জেলা আয়কর অফিসের সামনে গিয়ে শেষ হয়।

এ শোভাযাত্রার নেতৃত্ব দেন কর অঞ্চল ময়মনসিংহের কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদ।

 

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত কর কমিশনার ফজলুর রহমান, সহকারী কর কমিশনার মেহেদী হাসান, বাংলাদেশ ট্যাক্স ল'ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) উপ-মহাসচিব অ্যাডভোকেট সাদিক হোসেন, ময়মনসিংহ ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সজল ইসলাম রতন প্রমুখ।

সমাবেশে কর অঞ্চল ময়মনসিংহের কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদ বলেন, আয়কর সম্পর্কে সবার অহেতুক ভীতি ও সংশয় দূর হয়েছে। আয়কর দিতে মানুষের স্বতঃস্ফূর্ত ইতিবাচক। কর প্রদানে নাগরিক সচেতনতা আগের চেয়ে অনেক বেড়েছে।  

এ সময় আয়কর খাতে এ সাফল্য ধরে রাখতে সাবার প্রতি আহ্বান জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।