ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জানুয়ারিতেই জ্বালানি তেলের দাম কমছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
জানুয়ারিতেই জ্বালানি তেলের দাম কমছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ফাইল ফটো)

২০১৭ সালের জানুয়ারিতেই জ্বালানি তেলের দাম কমছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

ঢাকা: ২০১৭ সালের জানুয়ারিতেই জ্বালানি তেলের দাম কমছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার (২৮ ডিসেম্বর) সচিবালয়ে সাধারণ বিমা করপোরেশনের লভ্যাংশ জমা দেওয়া বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, জানুয়ারিতে জ্বালানি তেলের মূল্য কমানোর জন্য উদ্যোগ নেবে সরকার। গত অর্থবছরে (২০১৫-১৬) অর্থনীতি পরিস্থিতি ভালো ছিলো। বর্তমান পরিস্থিতি স্থিতিশীল থাকলে চলতি অর্থবছরে প্রবৃত্তি অর্জনের হার সাড়ে সাত শতাংশ হবে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
আরএম/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।