ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘আবাসন ব্যবসা ডিসেন্ট্রালাইজড করলে ঢাকায় চাপ কমবে’

ইসমাইল হোসেন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
‘আবাসন ব্যবসা ডিসেন্ট্রালাইজড করলে ঢাকায় চাপ কমবে’ রিহ্যাব মেলা-২০১৬’র স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শাকিল কামাল চৌধুরী

রাজধানীতে জমির মূল্য বেশি হওয়ায় ফ্ল্যাটের দাম বেশি। ঢাকার বাইরে সরকারি জমিতে কম মূল্যে প্রকল্প করার সুযোগ দিলে ঢাকার উপর চাপ কমবে।

ঢাকা: রাজধানীতে জমির মূল্য বেশি হওয়ায় ফ্ল্যাটের দাম বেশি। ঢাকার বাইরে সরকারি জমিতে কম মূল্যে প্রকল্প করার সুযোগ দিলে ঢাকার উপর চাপ কমবে।

এজন্য আবাসন ব্যবসা ডিসেন্ট্রালাইজড করার পক্ষে মত দিয়েছেন রিহ্যাবের ডিরেক্টর এবং রিহ্যাব মেলা-২০১৬’র স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শাকিল কামাল চৌধুরী।
 
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পাঁচ দিনব্যাপী রিহ্যাব বা আবাসন মেলার শেষ দিন রোববার (২৫ ডিসেম্বর) মেলা প্রাঙ্গণে এমনটাই জানান এই আবাসন ব্যবসায়ী শাকিল।    
 
রিহ্যাব মেলা আয়োজন করে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
 
শাকিল কামাল বলেন, ঢাকা শহরে ফ্ল্যাটের দাম বেশি, জমির মূল্য বেড়ে যাওয়ার কারণে আল্টিমেটলি ফ্ল্যাটের দাম বেশি হয়ে যায়।
 
“আমরা ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় প্রজেক্ট করছি। ঢাকার বাইরে যেখানে সরকারের জমি আছে সেগুলো স্বপ্ল মূল্যে বরাদ্দ দিয়ে নগরায়ন ও সঙ্গে ইংলিশ মিডিয়াম স্কুল, কলেজ, হাসপাতাল করলে ঢাকার উপর চাপ পড়বে না। এখনকার মতো ঢাকায় এসে পড়তে হবে না, লোডটাও কম হবে। এটা (আবাসন ব্যবসা) ডিসেন্ট্রালাইজড করতে হবে। ”
 
এখন অধিকাংশ জায়গায় ফোর লেনের রাস্তা হওয়ায় ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ হয়েছে বলেও মনে করেন শাকিল কামাল।
 
আবাসন ব্যবসায় নিবন্ধন ফি কমানোরও দাবি জানান কামাল।
 
সরকারের কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, আমাদের যে নিবন্ধন ফি সেটা যেন কমানো হয়। না কমানোর কারণে নিবন্ধন বন্ধ আছে। কমিয়ে দিলে অনেক বেড়ে যাবে, সরকারেরও রেভিনিউ আসবে, নতুন নতুন প্রকল্প হাতে নিয়ে নতুন উদ্যোগে শুরু করবো।
 
**দীর্ঘ মেয়াদে ঋণ পেলে মধ্যবিত্তের বেশিরভাগই ফ্ল্যাট কিনবে

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
এমআইএইচ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।