ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নাটোরে আমন চাল সংগ্রহ অভিযান শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
নাটোরে আমন চাল সংগ্রহ অভিযান শুরু নাটোরে আমন চাল সংগ্রহ শুরু

নাটোরে খাদ্য অধিদপ্তরে চলতি ২০১৬-১৭ মৌসুমের আমন চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার এলএসডি খাদ্য গোডাউনে জেলা প্রশাসক শাহিনা খাতুন এ সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

নাটোর: নাটোরে খাদ্য অধিদপ্তরে চলতি ২০১৬-১৭ মৌসুমের আমন চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার এলএসডি খাদ্য গোডাউনে জেলা প্রশাসক শাহিনা খাতুন এ সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা সাদাত হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব প্রমুখ।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, চলতি ২০১৬-১৭ মৌসুমে জেলায় ৫ হাজার ৪৫৭ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৮৫০ মেট্রিক টন, সিংড়ায় ৯৪২ মেট্রিক টন, গুরুদাসপুরে ১ হাজার ৫৩৩ মেট্রিক টন, বড়াইগ্রামে ১ হাজার ৫২৭ মেট্রিক টন, লালপুরে ৪০২ মেট্রিক টন, বাগাতিপাড়ায় ৪২ মেট্রিক টন ও নলডাঙ্গায় ১৬১ মেট্রিক টন।

তিনি বলেন, সরকার নির্ধারিত ৩৩ টাকা দরে জেলার ৫৭১ জন মিলারের কাছ থেকে এসব চাল সংগ্রহ করা হবে। ২১ ডিসেম্বর থেকে শুরু করে আগামী বছরের ১৫ মার্চ পযর্ন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অর্থনীতি-ব্যবসা এর সর্বশেষ