ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিটি নির্বাচনের জন্য ২২ ডিসেম্বর না’গঞ্জে সব ব্যাংক বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
সিটি নির্বাচনের জন্য ২২ ডিসেম্বর না’গঞ্জে সব ব্যাংক বন্ধ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের দিন ২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) সিটি করপোরেশন এলাকার সব বাণিজ্যিক ব্যাংকের শাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের দিন ২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) সিটি করপোরেশন এলাকার সব বাণিজ্যিক ব্যাংকের শাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগের উপমহাব্যবস্থাপক বিন্দু ভূষণ বসাক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়ে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত সকল তফসিলি ব্যাংকসমুহের নিয়ন্ত্রণকারী কার্যালয়সহ সকল শাখা বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
এসই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।