ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দেশে প্রথমবারের মতো ‘চা এক্সপো’ শুরু ১২ জানুয়ারি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
দেশে প্রথমবারের মতো ‘চা এক্সপো’ শুরু ১২ জানুয়ারি

বাংলাদেশে প্রথমবারের মতো আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি ‘চা-এক্সপো’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ চা বোর্ড ও বাণিজ্য মন্ত্রণালয়।

ঢাকা: বাংলাদেশে প্রথমবারের মতো আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি ‘চা-এক্সপো’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ চা বোর্ড ও বাণিজ্য মন্ত্রণালয়।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দুই নম্বর হলে তিন দিনব্যাপী এ এক্সপো অনুষ্ঠিত হবে।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে বাণিজ্য মন্ত্রণালায়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রদর্শনীর (এক্সপোর) মূল উদ্দেশ্য হলো দেশে-বিদেশে চা প্রেমীদের কাছে দেশের চা শিল্পকে তুলে ধরা।

তোফায়েল আহমেদ জানান, এক্সপোতে বাংল‍াদেশের চা শিল্পের অবস্থান ও প্রকৃতি, বিভিন্ন ধরনের চা এবং চা সম্পর্কিত বিভিন্ন পণ্যের প্রসার, চা বাগানের নিজস্ব সংস্কৃতি উপস্থাপন করা হবে। চা শিল্পে অংশিদারদের মিলনস্থল হবে এক্সপো। যা চা পর্যটন শিল্পের প্রসার ও প্রচার ঘটাবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা এক্সপো চলবে। যে কেউ রেজিস্ট্রেশন করে ফ্রি এক্সপোতে অংশ নিতে পারবেন।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
আরএম/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।