ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে চীন প্রতিনিধি দলের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে চীন প্রতিনিধি দলের সাক্ষাৎ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ চীন প্রতিনিধি দল

দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের একটি প্রতিনিধি দল।

ঢাকা: দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের একটি প্রতিনিধি দল।

শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় চেয়ারম্যানের বাসভবনে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি।

চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কিংদাও মিউনিসিপ্যাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির ভাইস ডিরেক্টর উ শু লিং।

এ সময় উপস্থিত ছিলেন- বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।

সাক্ষাতে চীনা প্রতিনিধিদলটি বাংলাদেশের আবাসন ও শিল্প খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে।

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
বিএস     

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।