ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজশাহীতে আইএফআইসি ব্যাংক কর্মকর্তাদের প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
রাজশাহীতে আইএফআইসি ব্যাংক কর্মকর্তাদের প্রশিক্ষণ

রাজশাহীতে ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদ-জঙ্গিবাদে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক’ এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে রাজশাহীর একটি রেস্তরাঁয় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রাজশাহী: রাজশাহীতে ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদ-জঙ্গিবাদে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক’ এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে রাজশাহীর একটি রেস্তরাঁয় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইন্টারন্যাশনাল ফাইনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (আইএফআইসি) এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন।

দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন- বাংলাদেশ ব্যাংকের রাজশাহীর জেনারেল ম্যানেজার অসীম কুমার মজুমদার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আইএফআইসি ব্যাংকের চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার ও ডেপুটি ম্যনেজিং ডিরেক্টর ফরিদউদ্দিন আল-মাহমুদ, ডেপুটি অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার ও ভিপি আরজু মান্দ পারভীন বানু, হালিমা জাহান ও নাজমুল হক।

প্রশিক্ষণে আইএফআইসি ব্যাংকের রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ বানেশ্বর, কাশিনাথপুর এসএমই/কৃষি এবং তাহেরপুর শাখার শতাধিক কর্মকর্তা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এসএস/জিপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।