ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের দাবি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
‘গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের দাবি’ ছবি: দীপু মালাকার- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড গঠন করে জাতীয় পে-স্কেল ও বাজার দরের সঙ্গে সঙ্গতিপূর্ণ মজুরি প‍ুনঃনির্ধারণের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ। শনিবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে সংগঠনটি এই দাবি জানায়।

ঢাকা: গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড গঠন করে জাতীয় পে-স্কেল ও বাজার দরের সঙ্গে সঙ্গতিপূর্ণ মজুরি প‍ুনঃনির্ধারণের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ।

শনিবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে সংগঠনটি এই দাবি জানায়।

শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক নাইমুল আহসান জুয়েল বলেন, গার্মেন্টস শ্রমিকেরা সবসময় মজুরি থেকে বঞ্চিত হয়। ৮ ঘণ্টা কাজের কথা থাকলেও বেশি কাজ করতে হয়। তারা ঠিকমতো ওভারটাইম ও বেতন-বোনাস পায় না। এ জন্য তাদের রাস্তায় নামতে বাধ্য করবেন না।

তিনি আরও বলেন, বুধবার (২৮ ডিসেম্বর) শ্রম মন্ত্রণালয়ের সচিব বরাবর দাবি পূরণের একটি স্বারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
আরএটি/এসআরএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।