ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশে জাপানিদের ওপর জারি সতর্কতা থাকছে না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
বাংলাদেশে জাপানিদের ওপর জারি সতর্কতা থাকছে না অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বাংলাদেশে কর্মরত জাপানি নাগরিকদের ওপর জারি করা সতর্কতা জাপান সরকার দ্রুত তুলে নিচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

ঢাকা: বাংলাদেশে কর্মরত জাপানি নাগরিকদের ওপর জারি করা সতর্কতা জাপান সরকার দ্রুত তুলে নিচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

জাপান সফর শেষে রোববার (১১ ডিসেম্বর) বেলা ২টা ৫০ মিনিটে সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, সফরে জাপানের অর্থমন্ত্রী বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ সরকারের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে জাপান।

তিনি বলেন, বেসরকারি খাতে বাংলাদেশে অবস্থানরত জাপানি নাগরিকদের ওপর কোনো সতর্কতা ছিলো না। তবে সরকারি কর্মকর্তাদের ‍সাবধানে চলাচলের সতর্কতা জারি করেছিলো দেশটি। জাপানের অর্থমন্ত্রী আমাদের জানিয়েছেন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আমাদের কোনো সতর্কতা থাকছে না। দ্রুত সময়ের মধ্যে আমরা আগের জারি করা সতর্কতা প্রত্যাহার করে নেবো।

মন্ত্রী বলেন, বাংলাদেশে জাপানের অর্থায়নে কোনো প্রকল্পই বন্ধ হয়নি। সবই চালু রয়েছে। অলি আর্টিসানের ঘটনার পরও জাপান তাদের কোনো প্রকল্প বন্ধ করেনি।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
আরএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।