ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহ ফিলিস্তিনের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহ ফিলিস্তিনের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে ফিলিস্তিন।

ঢাকা: বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে ফিলিস্তিন।

রোববার (১১ ডিসেম্বর) সকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী রশিদ মালিকী সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সঙ্গে দেখা করে এ কথা জানান।

বৈঠক শেষে ফিলিস্তিনি পররাষ্টমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ জন্মলগ্ন থেকে ফিলিস্তিনের গুরুত্বপূর্ণ বন্ধু। বাংলাদেশের রয়েছে পাকিস্তানের কাছ থেকে লড়াই করে স্বাধীন হওয়ার অভিজ্ঞতা। ফিলিস্তিনি জনগণের কাছে বাংলাদেশ একটি অনুপ্রেরণার নাম।

তিনি বলেন, কেবল রাজনৈতিকভাবেই নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও পাকিস্তানের চেয়ে এগিয়ে গিয়ে বাংলাদেশ প্রামাণ করেছে, তাদের স্বাধীনতার আন্দোলন মিথ্যা ছিলো না।

ফিলিস্তিনি রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের আসন্ন বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে অনেকগুলো চুক্তি সই হবে বলেও জানান তিনি

এসময় তোফায়েল বলেন, রাজনৈতিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনকে সবসময় সমর্থন করে বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসম‍াপ্ত আত্মজীবনী আরবি ভাষায় অনুবাদ করেছে ফিলিস্তিন। আজকেই আত্মজীবনীটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তুলে দেবেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
আরএম/এএটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।