ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংক পেলো ‘ব্যাংক অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
ইসলামী ব্যাংক পেলো ‘ব্যাংক অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’

দি ব্যাংকার ও ফাইন্যান্সিয়াল টাইমস গ্রুপের দেওয়া ব্যাংকিং খাতের অস্কার খ্যাত ‘ব্যাংক অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০১৬’ পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

ঢাকা: দি ব্যাংকার ও ফাইন্যান্সিয়াল টাইমস গ্রুপের দেওয়া ব্যাংকিং খাতের অস্কার খ্যাত ‘ব্যাংক অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০১৬’ পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) ব্যাংকের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ আবদুল মান্নান বুধবার (৭ ডিসেম্বর) হিল্টন লন্ডন ব্যাংকসাইডে আয়োজিত অনুষ্ঠানে দি ব্যাংকার ম্যাগাজিনের সম্পাদক ব্রায়ান ক্যাপলেন এর কাছ থেকে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশ্বের ১২০টি ব্যাংকের ৪০০জন ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। বাংলাদেশে একমাত্র ইসলামী ব্যাংকই এই অ্যাওয়ার্ড পেয়েছে।

২০১২ সাল থেকে এ ব্যাংক বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে দি ব্যাংকারের তালিকাভুক্ত। বিশ্বের এক হাজার শ্রেষ্ঠ ব্যাংকের তালিকায় অবস্থান ধরে রেখেছে ব্যাংকটি। ইসলামী ব্যাংকের বিগত বছরের সর্বোচ্চ পারফরমেন্স মূল্যায়নের ভিত্তিতে যুক্তরাজ্যের খ্যাতনামা আর্থিক ম্যাগাজিন দি ব্যাংকার এ স্বীকৃতি দেয়।

১৯২৬ সাল থেকে প্রতিষ্ঠানটি বিশ্বের অর্থনৈতিক ইন্টেলিজেন্স ও ব্যাংকিং খাতের উন্নয়নের উইনডো হিসেবে কাজ করছে। আন্তর্জাতিক ব্যাংকিং ও ফাইন্যান্স কমিউনিটির তালিকাভুক্তির ক্ষেত্রে গত ৯০ বছর যাবৎ কাজ করছে দি ব্যাংকার।

২০১৬ সালে ইসলামী ব্যাংক ‘দ্য বেস্ট ম্যানেজড্‌ ব্যাংক ইন বাংলাদেশ’ মর্যাদা লাভ করেছে। এ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ আবদুল মান্নান ‘দ্য এশিয়ান ব্যাংকার সিইও লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।