ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পাঁচ মাসে ২৩৫৯৩ কোটি টাকার এডিপি বাস্তবায়ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
পাঁচ মাসে ২৩৫৯৩ কোটি টাকার এডিপি বাস্তবায়ন

২০১৬-১৭ অর্থবছরের (জুলাই-নভেম্বর) পাঁচ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হয়েছে ২৩ হাজার ৫৯৩ কোটি টাকার বা ১৯ দশমিক ১৩ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ১৭ হাজার ১১ কোটি টাকা বা ১০ শতাংশ।

ঢাকা: ২০১৬-১৭ অর্থবছরের (জুলাই-নভেম্বর) পাঁচ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হয়েছে ২৩ হাজার ৫৯৩ কোটি টাকার বা ১৯ দশমিক ১৩ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ১৭ হাজার ১১ কোটি টাকা বা ১০ শতাংশ।

এর মধ্যে মোট ১ হাজার ৩৬৫টি প্রকল্পের আওতায় ব্যয় হয়েছে ১৬ হাজার ৭৭২ কোটি টাকা। বাকিটা অন্য উন্নয়ন খাতে।

বিগত পাঁচ অর্থবছরের তুলনায় চলতি সময়ে এডিপি বাস্তবায়নের হার ভালো হয়েছে।
 
মঙ্গলবার (০৬ ডিসেম্বর)  শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) এসব তথ্য উপস্থাপন করেন।
 
আইএমইডি’র প্রতিবেদনে দেখা গেছে, সবচেয়ে এগিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পাঁচ মাসে এডিপি বাস্তবায়নের হার ৬৭ দশমিক ৮৬ শতাংশ। ৩০ শতাংশের বেশি এডিপি বাস্তবায়িত হয়েছে জাতীয় সংসদ সচিবালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সংসদ বিষয়ক বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের। পাঁচ মাসে এক টাকারও এডিপি বাস্তবায়ন করতে পারেনি দুর্নীতি দমন কমিশন। অথচ চলতি অর্থবছরে দুদকের মোট বরাদ্দ ৭ কোটি ৯০ লাখ টাকা।
 
পাঁচ শতাংশের নিচে এডিপি বাস্তবায়িত হয়েছে খাদ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘বর্তমানে আমাদের এডিপি বাস্তবায়নের হার অনেক ভালো। এভাবে চলতে থাকলে আশা করছি, এ হার শতভাগ করতে পারবো। ফলে আমাদের জিডিপি’র প্রবৃদ্ধিও বাড়বে’।
 
২০১৬-১৭ অর্থবছরে এডিপি বরাদ্দ রাখা হয়েছে এক লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে বরাদ্দ ৭০ হাজার ৭০০ কোটি টাকা এবং বাকি ৪০ হাজার কোটি টাকার বৈদেশিক সহায়তা পাওয়া যাবে।
 
** এডিপি বাস্তবায়ন ৪১০০ কোটি বেশি হয়েছে

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এমআইএস/ এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।