ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রাইম ব্যাংকের আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড লাভ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
প্রাইম ব্যাংকের আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড লাভ

স্বচ্ছ আর্থিক প্রতিবেদন তৈরির জন্য তিন ক্যাটাগরিতে ১৬তম ইনস্টিটিউড অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (আইসিএবি) ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০১৫ লাভ করেছে প্রাইম ব্যাংক।

ঢাকা: স্বচ্ছ আর্থিক প্রতিবেদন তৈরির জন্য তিন ক্যাটাগরিতে ১৬তম ইনস্টিটিউড অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (আইসিএবি) ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০১৫ লাভ করেছে প্রাইম ব্যাংক।

বেসরকারি ব্যাংকিং খাতে ‘বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্টিং’ ও ‘করপোরেট গভর্নেন্স ডিসক্লোজার’-এ প্রথম এবং সমন্বিত প্রতিবেদন ক্যাটাগরিতে ব্যাংকটি ৩য় স্থান অর্জন করেছে।

শুক্রবার (০২ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৯ নভেম্বর (মঙ্গলবার) রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কাছ থেকে পুরস্কার নেয় প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর: ০২, ২০১৬
এসই/জিপি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।