ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রিটার্ন ও আয়কর দুই-ই বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
রিটার্ন ও আয়কর দুই-ই বেড়েছে ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গত অর্থবছরের চেয়ে এবার বুধবার (৩০ নভেম্বর) পর্যন্ত সারাদেশে ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন দাখিল ও আয়কর আহরণের পরিমাণ বেড়েছে। রিটার্ন দাখিলের সুবিধার্থে বুধবার যতক্ষণ পর্যন্ত করদাতা আসবেন, ততক্ষণ জমা নেওয়া হয়।

ঢাকা: গত অর্থবছরের চেয়ে এবার বুধবার (৩০ নভেম্বর) পর্যন্ত সারাদেশে ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন দাখিল ও আয়কর আহরণের পরিমাণ বেড়েছে। রিটার্ন দাখিলের সুবিধার্থে বুধবার যতক্ষণ পর্যন্ত করদাতা আসবেন, ততক্ষণ জমা নেওয়া হয়।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানায়, বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন দাখিল হয়েছে ৯ লাখ ৭২ হাজার ৯৬৭। যা গত অর্থবছরের চেয়ে ১ লাখ ৫৭ হাজার ৪৮৪ বেশি।

বুধবার পর্যন্ত মোট আয়কর সংগ্রহ হয়েছে ৩ হাজার ২৬ কোটি ২২ লাখ টাকা, যা গতবছরের একই সময়ের চেয়ে ১ হাজার ৯৪২ কোটি ৬২ লাখ টাকা বেশি। এরমধ্যে শুধু বুধবার রিটার্ন দাখিল হয়েছে ১ লাখ ১১ হাজার ৭৯৭টি ও আয়কর সংগ্রহ হয়েছে ২৭৩ কোটি ২৭ লাখ টাকা।

এদিকে, এবার ৩০ নভেম্বরের পর ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানো হবে না বলে জানিয়েছিলেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

তিনি জানান, শেষ দিন সকাল থেকে কর অফিসে করদাতারা উৎসবমুখর পরিবেশে রিটার্ন দাখিল করছেন। করদাতাদের রিটার্ন দাখিলের সুবিধার্থে যতক্ষণ করদাতারা রিটার্ন দাখিল করবেন ততক্ষণ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

তিনি বলেন, মেলার আদলে এবারই প্রথম আয়কর সপ্তাহে প্রতিটি কর অঞ্চলে করসেবা প্রদান করা হচ্ছে। যা ‘মিনি’ ও ‘মাঝারি’ আয়কর মেলা। গভীর রাতেও প্রতিটি কর অঞ্চলে ভিড় করেছেন করদাতারা। এটা সেবারই বর্হিপ্রকাশ। এনবিআরের উদ্যোগ ও নিরলস সেবার ফলে রিটার্ন ও আয়কর আহরণের পরিমাণ বেড়েছে।

এনবিআর চেয়ারম্যান বলেন, নাগরিকরা দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে রিটার্ন দাখিল করছেন। বুধবার সন্ধ্যা পর্যন্ত ই-টিআইএন নিবন্ধন সংখ্যা ২৫ লাখ ৮২১ যার প্রমাণ।

তিনি আরো বলেন, এবার সর্বমোট করদাতার সংখ্যা ২৪ লাখ ৩২ হাজার ৬৫২। যা অর্থমন্ত্রী ঘোষিত করদাতার সংখ্যা ২৫ লাখ ছাড়িয়ে যাবে।

এরআগে বুধবার সকালে আয়কর দিবস ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান বলেন, করদাতাদের জন্য এনবিআরের দরজা খোলা। করযোগ্য আয় থাকা সত্ত্বেও যারা কর দেবেন না, তাদের খুঁজে বের করা হবে।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
আরইউ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।