ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্লোভেনিয়ার সঙ্গে ব্যবসা সম্প্রসারণ করবে সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
স্লোভেনিয়ার সঙ্গে ব্যবসা সম্প্রসারণ করবে সরকার

স্লোভেনিয়ার সঙ্গে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এজন্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধি দলকে দেশটিতে আমন্ত্রণ জানানো হয়েছে।

ঢাকা: স্লোভেনিয়ার সঙ্গে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এজন্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধি দলকে দেশটিতে আমন্ত্রণ জানানো হয়েছে।


 
ঢাকায় সফররত স্লোভেনিয়ার কৃষি, বন ও খাদ্য বিষয়ক স্টেট সেক্রেটারি (ডেপুটি মিনিস্টার) তানজা শ্রিনিশা বুধবার (৩০ নভেম্বর) সচিবালয়ে সৌজন্য সাক্ষাতের পর একথা জানান বাণিজ্যমন্ত্রী।
 
আমাদের দেশের ব্যবসায়ীদের সঙ্গে সে দেশের ব্যবসায়ীদের তেমন কোনো যোগাযোগ নেই উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত নিলাম ব্যবসায়ীদের মধ্যে আলাপ-আলোচনা হবে, ইন্টারেকশন হবে।
 
‘স্লোভেনিয়ার দু’টি কোম্পানি বাংলাদেশে পোশাক তৈরি করে। সেখানে আমাদের তৈরি পোশাক রপ্তানির সুযোগ আছে। তারা বলেছে স্লোভেনিয়ার পোর্ট গুরুত্বপূর্ণ, সেই পোর্ট যেন আমরা ব্যবহার করি। ’
 
ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে তারা আমাকে সেদেশ সফর করার আমন্ত্রণ জানিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, স্লোভেনিয়ার সঙ্গে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের উৎপাদিত পণ্য যেন স্লোভেনিয়ায় রপ্তানি করতে পারি তার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো।
 
কৃষি, বাণিজ্য এবং তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে পারস্পারিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে ডেপুটি মিনিস্টার বলেন, এসব খাতে দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করবো। এজন্য একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হবে।
 
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, স্লোভেনিয়ার রাষ্ট্রদূতসহ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।