ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৩০ নভেম্বর থেকে তিন দিনব্যাপী প্রাণের নবান্ন উ‍ৎসব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
৩০ নভেম্বর থেকে তিন দিনব্যাপী প্রাণের নবান্ন উ‍ৎসব

রাজধানীতে আগামী ৩০ নভেম্বর থেকে তিন দিনব্যাপী নবান্ন উ‍ৎসবের আয়োজন করছে প্রাণ-আরএফএল গ্রুপ। ‘প্রাণ চিনিগুড়া চাল নবান্ন উৎসব’ শিরোনামে এ আয়োজন ধানমন্ডির বরীন্দ্র সরোবর মুক্তমঞ্চে চলবে ২ ডিসেম্বর পর্যন্ত।

ঢাকা: রাজধানীতে আগামী ৩০ নভেম্বর থেকে তিন দিনব্যাপী নবান্ন উ‍ৎসবের আয়োজন করছে প্রাণ-আরএফএল গ্রুপ।  ‘প্রাণ চিনিগুড়া চাল নবান্ন উৎসব’ শিরোনামে এ আয়োজন ধানমন্ডির বরীন্দ্র সরোবর মুক্তমঞ্চে চলবে ২ ডিসেম্বর পর্যন্ত।


 
সোমবার (২৮ নভেম্বর) রাজধানীর বাড্ডায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বঙ্গ মিলারস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ শাহান শাহ আজাদ।
 
তিনি বলেন, এ আয়োজনে থাকবে নবান্নের নাচ-গান, পুতুল নাচ, নাগরদোলা, পুঁথি পাঠ, বায়োস্কোপ, গাজীর কিসসা, পালকি, লাঠি খেলা, সাপ খেলা ও বাঁদর নাচ। এছাড়া উৎসবে থাকবে ৩২টি বাহারি পিঠার স্টল।
 
সবার জন্য উন্মুক্ত এ উৎসব চলবে প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত। উৎসবের সাংস্কৃতিক পর্বে তিনদিন গান পরিবেশন করবেন ফকির আলমগীর, কুদ্দুস বয়াতী, ফকির শাহাবউদ্দিন, কিরণ চন্দ্র, চন্দনা মজুমদারসহ অনেকে।
 
সংবাদ সম্মেলনের অন্যদের মধ্যে বঙ্গ মিলারস লিমিটেডের ক্যাটাগরি ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান ও শোবিজ এন্টারটেনমেন্টের নির্বাহী পরিচালক মেহেদি হাসান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।