ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিএইচবিএফসি ও রাকাব'র নতুন এমডি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
বিএইচবিএফসি ও রাকাব'র নতুন এমডি

সোনালী ব্যাংকের দুই কর্মকর্তাকে উপ-ব্যবস্থাপনা পরিচালক থেকে ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

ঢাকা: সোনালী ব্যাংকের দুই কর্মকর্তাকে উপ-ব্যবস্থাপনা পরিচালক থেকে ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এ সংক্রান্ত এক আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উপ-ব্যবস্থাপনা পরিচালক দিদার মো. আবদুর রবকে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালক পদে বদলি করা হয়েছে। উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু আসাদকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি দিয়ে বদলি করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।