ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জমে উঠছে ফুটপাতের শীত পোশাকের বাজার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
জমে উঠছে ফুটপাতের শীত পোশাকের বাজার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সন্ধ্যে নামার সঙ্গে সঙ্গেই বইতে শুরু করে উত্তরের মৃদু ঠাণ্ডা বাতাস। হেমন্তের এমন সময়েই ধরায় জানান দিচ্ছে শীতের উপস্থিতি। এর মধ্যে থেমে নেই রাজধানীবাসীও।

ঢাকা: সন্ধ্যে নামার সঙ্গে সঙ্গেই বইতে শুরু করে উত্তরের মৃদু ঠাণ্ডা বাতাস। হেমন্তের এমন সময়েই ধরায় জানান দিচ্ছে শীতের উপস্থিতি।

এর মধ্যে থেমে নেই রাজধানীবাসীও।

সাধ্য অনুযায়ী মার্কেট কিংবা ফুটপাত থেকে কিনে নিচ্ছেন পছন্দের শীতের পোশাকটি। এভাবেই জমে উঠছে রাজধানীর ফুটপাতসহ সারাদেশের শীত পোশাকের বাজার।

সংশ্লিষ্টরা বলছেন, শীতের কেনাকাটা করতে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় আছে। তবে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বাড়বে। এক্ষেত্রে দাম নিয়ে অভিযোগ রয়েছে ক্রেতাদের।

শনিবার (২৬ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা সিটি, নিউ মার্কেট, গাউছিয়াসহ বিভিন্ন মার্কেট ও ফুটপাতের হকার্স মার্কেট ঘুরে এমন তথ্যই জানা গেছে।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর বসুন্ধরা সিটি, নিউ মার্কেট, মৌচাক, ইস্টার্ন প্লাজা, রাপা প্লাজা, সীমান্ত স্কয়ারের তুলনায় নিউমার্কেটের ফুটপাত, গাউছিয়া মার্কেটের সামনের ফুটপাত, ফার্মগেট, গুলিস্তানসহ অন্যান্য হকার্স মার্কেটগুলোতেই ক্রেতাদের আনাগোনা বেশি।
মার্কেট ও কাপড়ের মান ভেদে দামেরও তারতম্য রয়েছে। নিউ মার্কেটের ফুটপাতের দোকানগুলোতে সেখানে সোয়েটারের দাম পড়ছে ১৮০ থেকে ৩৫০ টাকা।

৭০ থেকে ১২০ টাকায় পাওয়া যাচ্ছে  ফুলহাতা গেঞ্জি। মানভেদে জ্যাকেট পাওয়া যাচ্ছে ২৫০ থেকে ৬০০ টাকায়।

রয়েছে বাহারি হুডি শার্ট, গেঞ্জি। তবে তরুণদের মধ্যে হুডি শার্ট-গেঞ্জির বিক্রি বেশি বলেই বাংলানিউজকে জানিয়েছেন বিক্রেতা মো. আবদুল জলিল (৪৫)।
 
তার কথায়, এহন প্রত্যেকটি হুডি শার্ট বিক্রি হইতাছে ২৫০ থেকে  ৫০০ টাকায়। ছেলেদের জ্যাকেটের দামও বেশ সহনীয়।

গুলিস্তানে একটি দোকানে সাজিয়ে রাখা সোয়েটার দেখছিলেন মোহাম্মদপুরে থেকে আসা গৃহবধূ সামসুন নাহার (৩২)।

বাংলানিউজকে তিনি বলেন, শীতের শুরুতেই চলে এসেছি, অনেক খোঁজাখুঁজি করে ছেলের  জন্য  দুইটা সোয়েটার পছন্দ করলাম। কিছুটা কম দামে পেয়েছি, আসলে কম দামে ভালো কিছু পাবো বলেই এতোদূর থেকে এখানে আসা। তবে গতবারের তুলনায় এবার দাম বেশি।

ক্রেতাদের চাহিদা প্রসঙ্গে ফুটপাতের স্যুট বিক্রেতা ফরিদুল ইসলাম জানালেন,  ফরমাল ও  ক্যাজুয়াল দু'রকমের স্যুট পাওয়া যাচ্ছে। তবে এগুলো সব সেকেন্ড হ্যান্ড (ব্যবহৃত)। তবে দাম একটু বেশি।

‘ফরমাল স্যুট এক হাজার থেকে দুই হাজার টাকা। ক্যাজুয়াল স্যুটের দাম পড়বে পাঁচশত টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত। ’

এদিকে শীতকে সামনে রেখে বিক্রি হচ্ছে পায়জামা। ছোট-বড় সব বয়সীদের পায়জামা বেশ সুলভ মূল্যেই পাওয়া যাচ্ছে। দামও হাতের নাগালে, ১৫০ টাকা থেকে ২৫০ টাকার মধ্যে।
গাউছিয়া মার্কেটের সামনে ফুটপাতে বসা ব্যবসায়ী জাহিদুল ইসলাম বলেন,  বিক্রি শুরু হয়েছে কয়েকদিন আগে থেকেই। ‍সারাদিনই খুচরা বিক্রি হচ্ছে।
‘ঢাকার বাইরে থেকেও বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা আসছেন মাল নিতে। ’

কাপড়ের দাম নিয়ে তিনি জানান, শীত যত বেশি পরবে, দাম ততো বাড়বে, কেননা শীতের পোশাক সারা বছর বিক্রি হয় না। চাহিদা বেশি হলেই দাম বেড়ে যাবে।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এসটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।