ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ট্যাক্স কার্ড পেলেন মাশরাফি-সাকিব-তামিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
ট্যাক্স কার্ড পেলেন মাশরাফি-সাকিব-তামিম ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খেলোয়াড় ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা হিসেবে ‘ট্যাক্স কার্ড’ পেলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

ঢাকা: খেলোয়াড় ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা হিসেবে ‘ট্যাক্স কার্ড’ পেলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ক্রিকেটারদের হাতে সম্মাননা হিসেবে ‘ট্যাক্স কার্ড’ তুলে দেন।



পুরস্কার নিয়ে মাশরাফি বলেন, সবার উচিত সঠিকভাবে কর দেওয়া। আর আমরা সাধারণ নাগরিক হিসেবেই কর দিয়েছি। আমাদের কর দিতে দেখে যেন অন্যরাও উৎসাহিত হন। যাদের আছে তারা আরও বেশি বেশি করে কর দেন। কেননা বাংলাদেশের উন্নয়নে সবাইকে কর দিতে হবে।

এসময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানপ্রমুখ।
মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল কর জমা দেন ঢাকা কর অঞ্চল-১ অফিসে। আর সাকিব আল হাসান কর জমা দেন ঢাকা কর অঞ্চল-৭ এর অফিসে।

অনুষ্ঠানে তামিম-মাশরাফি উপস্থিত হয়ে পুরস্কার নিলেও ব্যস্ততার কারণে আসতে পারেননি সাকিব আল হাসান। তার পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন তার বোন জান্নাতুল ফেরদৌস রিতু।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এসজে/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।