ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৫১৭ করদাতাকে সম্মাননা দিচ্ছে এনবিআর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
৫১৭ করদাতাকে সম্মাননা দিচ্ছে এনবিআর

২০১৫-২০১৬ কর অর্থবছরে জেলার ৩৭০ জন সর্বোচ্চ আয়করদাতা ও ১৪৭ জন দীর্ঘ সময়ের আয়করদাতাসহ মোট ৫১৭ জন করদাতাকে সম্মাননা দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ঢাকা: ২০১৫-২০১৬ কর অর্থবছরে জেলার ৩৭০ জন সর্বোচ্চ আয়করদাতা ও ১৪৭ জন দীর্ঘ সময়ের আয়করদাতাসহ মোট ৫১৭ জন করদাতাকে সম্মাননা দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর-২ এর উপ-সচিব মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

এতোদিন সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী ক্যাটাগরিতে যথাক্রমে তিনজন ও দু’জন করে মোট পাঁচজনকে সেরা করদাতা নির্বাচিত করা হতো। কিন্তু এবার থেকে সর্বোচ্চ করদাতা নারী এবং ৪০ বছর বয়সের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা ক্যাটাগরিতে আরও দু’জন সম্মাননা পাচ্ছেন।
‘জেলা ভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময়ের আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা ২০০৮’ এর ভিত্তিতে সম্মাননাপ্রাপ্তদের নামের তালিকার গেজেট প্রকাশ করেছে সরকার। এর আগে অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়।

ঢাকা সিটি কর্পোরেশনের বৃহৎ কর অঞ্চল থেকে দীর্ঘ সময়ের আয়করদাতা দু’জন হলেন- এ বি এম শফিউল আলম ও এম এ কুদ্দুস। ২০১৫-১৬ কর বছরে সর্বোচ্চ তিনজন করদাতা হলেন- এ কে আজাদ, মো. আব্দুল কাদের ও এস এ কে একরামুজ্জামান। এছাড়াও ঢাকা সিটি কর্পোরেশনে সর্বোচ্চ নারী করদাতা হয়েছেন ইয়াসমিন খান কবির, আর ৪০ বছর বয়সের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা শান্তনু সিংহ।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর অঞ্চল ১/২/৩ এ দীর্ঘ সময়ের আয়করদাতা দু’জন হলেন- আলহাজ এনামুল হক ও হাজী আহমদ হোসেন। ২০১৫-১৬ কর বছরে সর্বোচ্চ তিনজন করদাতা হলেন- মো. নাছির উদ্দিন, মাস্টার আবুল কাশেম ও ফারহানা মোনেম।

সর্বোচ্চ নারী করদাতা হয়েছেন তাহসিন জোহায়ের আর ৪০ বছর বয়সের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা শিহাব উদ্দিন।

রাজশাহী সিটি কর্পোরেশন কর অঞ্চলে দীর্ঘ সময়ের আয়করদাতা দু’জন হলেন- আলহাজ মো. আবু বাক্কার আলী ও মো. মাজেদ হোসেন। ২০১৫-১৬ কর বছরে সর্বোচ্চ তিনজন করদাতা হলেন- মো. মেরাজুল হক, মো. হারুন অর রশীদ ও মো. ওমর আলী।

সর্বোচ্চ নারী করদাতা হয়েছেন ডা. নাসরীন বেগম ডটি ও ৪০ বছর বয়সের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা হয়েছেন মো. আখতারুজ্জামান খান রাসেল।

খুলনা সিটি কর্পোরেশন কর অঞ্চলে দীর্ঘ সময়ের আয়করদাতা দু’জন হলেন- অমর কুমার শিকদার ও মো. এবাদুল্লাহ গাজী। ২০১৫-১৬ কর বছরে সর্বোচ্চ তিনজন করদাতা হলেন- মো. তহিদুল ইসলাম আজাদ, এস এম আজিজুল আলম ও আব্দুল হামিদ সরদার।

সর্বোচ্চ নারী করদাতা হয়েছেন নুসরাত রহমান ও ৪০ বছর বয়সের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা হয়েছেন শরীফ মো. ওহিদুজ্জামান।

বরিশাল সিটি কর্পোরেশন কর অঞ্চলে দীর্ঘ সময়ের আয়করদাতা দু’জন হলেন- মো. বদরুল আলম মুন্সি ও মো. আবদুস সালাম। ২০১৫-১৬ কর বছরে সর্বোচ্চ তিন জন করদাতা হলেন- মেহেদী হাসান চৌধুরী, শওকত হাসানুর রহমান রিমন ও অ্যাডভোকেট বলরাম পোদ্দার।

সর্বোচ্চ নারী করদাতা হয়েছেন ইছাবেলা কবিতা ও ৪০ বছর বয়সের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা হয়েছেন মো. ইমরান চৌধুরী।

সিলেট সিটি কর্পোরেশন কর অঞ্চলে দীর্ঘ সময়ের আয়করদাতা দু’জন হলেন- আবিদ আলী চৌধুরী ও চৌধুরী মকলিছ উর রহমান। ২০১৫-১৬ কর বছরে সর্বোচ্চ তিনজন করদাতা হলেন- মোনায়েম খাঁন বাবুল, জামাল আহম্মেদ চৌধুরী ও নাসিম হোসেইন।
সর্বোচ্চ নারী করদাতা হয়েছেন হোসনা আক্তার চৌধুরী ও ৪০ বছর বয়সের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা হয়েছেন শহিদুর রহমান সনি।

কুমিল্লা সিটি কর্পোরেশন কর অঞ্চলে দীর্ঘ সময়ের আয়করদাতা দু’জন হলেন- মো. মোস্তফা কামাল ও আবদুল কাইয়ুম। ২০১৫-১৬ কর বছরে সর্বোচ্চ তিন জন করদাতা হলেন- মো. দেলোয়ার হোসেন বাবুল, মো. আলী মনসুর ফারুক ও মো. জাকির হোসেন।
সর্বোচ্চ নারী করদাতা হয়েছেন নাসিমা আক্তার চৌধুরী ও ৪০ বছর বয়সের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা হয়েছেন তোফায়েল আহমেদ।

পুরস্কার হিসেবে প্রত্যেক করদাতাকে একটি ক্রেস্ট, একটি লেমিনেটেড পরিচিতি কার্ড ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এসজে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।