ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাকিতে ব্যবসা, সোনার বাংলা ইন্স্যুরেন্সকে সোয়া কোটি টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
বাকিতে ব্যবসা, সোনার বাংলা ইন্স্যুরেন্সকে সোয়া কোটি টাকা জরিমানা

বাকিতে ব্যবসাসহ আট ধরনের অনিয়মে ফেঁসে গেলো পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি। এসব অনিয়মের কারণে কোম্পানিটিকে ১ কোটি ২০ লাখ টাকা জরিমানা করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

ঢাকা: বাকিতে ব্যবসাসহ আট ধরনের অনিয়মে ফেঁসে গেলো পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি। এসব অনিয়মের কারণে কোম্পানিটিকে ১ কোটি ২০ লাখ টাকা জরিমানা করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

আইডিআরএ’র সদস্য জুবের আহমেদ খান বাংলানিউজকে বলেন, প্রতিষ্ঠানের কয়েকটি শাখায় বাকিতে ব্যবসাসহ বেশ কিছু অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আইডিআরএ সূত্র জানায়, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিদর্শন দলের তদন্তের পরিপ্রেক্ষিতে কোম্পানির অনিয়ম নিয়ে মঙ্গলবার (২২ নভেম্বর) শুনানি অনুষ্ঠিত হয়। আইডিআরএ’র চেয়ারম্যান এম শেফাক আহমেদের সভাপতিত্বে এ শুনানিতে সদস্য জুবের আহমেদ খান, সুলতান-উল-আবেদীন মোল্লা, মো. মুরশিদ আলম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকরাও শুনানিতে ছিলেন।

শুনানিতে কোম্পানির পক্ষে যুক্তি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রমাণ উত্থাপনের পর আট ধরনের অনিয়মের প্রমাণ পায় আইডিআরএ। যা বিমা আইন-১৯৫৮ বিধি ৪৪-৫১ ধারার লঙ্ঘন। প্রতিটি শাখার এ অনিয়মের কারণে কোম্পানির এমডি এবং শাখা প্রধানসহ কর্মকর্তাদের ৩ লাখ টাকা করে মোট ১ কোটি ২০ লাখ টাকা জরিমানা করে আইডিআরএ।

সূত্র জানায়, চলতি বছরে বিভিন্ন সময় নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিদর্শক দল সোনার বাংলা ইন্স্যুরেন্সের প্রধান, মতিঝিল, পল্টন, কারওয়ানবাজার এবং দিলকুশা শাখা পরিদর্শন করে। এ সময় শাখাগুলোতে বাকিতে বিমা ব্যবসা, অবৈধ কমিশন প্রদান ও লেনদেনসহ মোট ৮ ধরনের অনিয়ম দেখতে পান পরিদর্শকরা।

তদন্তে প্রতিটি শাখাতেই মানি রিসিট, ব্যাংক ডিপোজিট স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট, কাভার নোট ও পলিসি পরীক্ষা করে বাকিতে ব্যবসার প্রমাণ পাওয়া যায়। এরপর নিয়ম অনুসারে কোম্পানির সঙ্গে শুনানি শেষে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এর আগেও মানি রিসিট, ব্যাংক ডিপোজিট স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট, কাভার নোট ও পলিসি পরীক্ষা করে বাকিতে ব্যবসার প্রমাণ পাওয়ায় কোম্পনিটিকে জরিমানা করেছিল আইডিআরএ।

সোনার বাংলা ইন্স্যুরেন্সের এমডি মো. আব্দুল খালেক বাংলানিউজকে বলেন, ‘বাকিতে ব্যবসা নয়, বিলম্বের বিমা ব্যবসা করেছি। এটিকে বাকিতে ব্যবসা বলা যায় না’।  

তবে অন্যান্য অনিয়ম নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এমএফআই/জেডএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।